High Commission of India hosts Iftar 2024
সংবাদ বিজ্ঞপ্তি

ভারতীয় হাই কমিশনের ইফতার আয়োজন ২০২৪

ভারতীয় হাই কমিশন

ঢাকা

সংবাদ বিজ্ঞপ্তি

ভারতীয় হাই কমিশনের ইফতার আয়োজন ২০২৪

 

ভারতীয় হাই কমিশন ১৯ মার্চ ২০২৪-এ ঢাকায় একটি ইফতার অনুষ্ঠান আয়োজন করে। এই আয়োজনে সরকার, আইনসভা, বিচার বিভাগ, রাজনৈতিক দলসমূহ, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, শিক্ষাবিদগণ, ব্যবসায়ীবৃন্দ, গণমাধ্যম ও সাংস্কৃতিক অঙ্গনসহ সর্বস্তরের ৪০০ জন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

হাই কমিশনার প্রণয় ভার্মা তাঁর স্বাগত বক্তব্যে ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনের ওপর গুরুত্ব আরোপ করেন এবং ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে গ্রোথিত বিশেষ ও বহুমুখী এই সম্পর্কটিকে আরও সমৃদ্ধ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। হাই কমিশনার উল্লেখ করেন, এই ইফতার মাহফিল মানুষে-মানুষে গভীর বন্ধনের প্রতীক, যা ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি বিনির্মাণ করে।

বাংলাদেশ সংসদের মাননীয় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এই আয়োজনে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশের মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মোঃ ফরিদুল হক খান।

 

****