Photo Gallery ফটো গ্যালারি

Nazrul Festival 2024 in Dhaka

ঢাকাস্থ ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র ৮-৯ মার্চ, ২০২৪-এ বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা ও গুলশান সোসাইটির সাথে ঢাকায় নজরুল উৎসব ২০২৪-এর আয়োজন করে।

হাই কমিশনার প্রণয় ভার্মা এই উৎসবে বক্তব্য প্রদান করেন এবং কাজী নজরুল ইসলামের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। হাই কমিশনার কাজী নজরুল ও তাঁর সৃষ্টিকর্মকে ভারত ও বাংলাদেশের একটি মূল্যবান অংশীদারত্ব ও বহুত্ববাদী মানবতাবাদের একটি উজ্জ্বল নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন যা আমাদের উভয় জাতির প্রতিষ্ঠাতা নীতি রচনা করে। তিনি দুই দেশের মধ্যে গভীর শৈল্পিক ও মানুষে-মানুষে আদান-প্রদানের ক্ষেত্রে একটি চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে উৎসবটির প্রশংসা করেন।

এই উৎসবে ভারত ও বাংলাদেশের প্রশংসিত শিল্পীগণের গাওয়া নজরুলের অনেক গান পরিবেশিত হয়।